ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে পাবনায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা পিকেএসএফর আর্থিক সহযোগিতায় ও পিসিডির আয়োজনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা পিসিডির নির্বাহী পরিচালক শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. জামাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আল মামুন হোসেন মন্ডল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুল কবির, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, বিএসআরআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ শামস তাবরেজসহ অনেকে।
বিডি প্রতিদিন/এমআই