ভারতের উত্তরাখণ্ডের মিসৌরি শহরে মিড ক্যারিয়ার প্রশিক্ষণে থাকাবস্থায় হৃদরোগে মারা যাওয়া বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিনের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার দুপুর ১২টায় বাউফল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে হেলিকপ্টারে তার গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলায় মরদেহ নিয়ে যাওয়া হয়। এরপর উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুপুর ২টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আল-আমিন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩তম ব্যাচের ক্যাডার ছিলেন। তিনি আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাসেম মাস্টারের ছেলে। দুই সন্তানের জনক ছিলেন তিনি।
বিডি প্রতিদিন/এমআই