বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রহবল বাজারে হালখাতার মাইক টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরাফাত রহমানের (২০) মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১ টায় দুর্ঘটনায় নিহত আরাফাত রহবল মধুপুর গ্রামের সার ব্যবসায়ী আব্দুল হান্নানের ছেলে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম জানান, সোমবার আরাফাতের বাবার সারের দোকানে হালখাতা অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে সকাল ১১টায় বৈদ্যুতিক সংযোগ চালু রেখে মাইক টাঙাতে যান আরাফাত। এসময় বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
বিডি প্রতিদিন/এএম