নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বজ্রপাতে শামীম মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সনমান্দি ইউনিয়নের মুশুরাকান্দি গ্রামের এ ঘটনা ঘটে। এসময় বজ্রপাতে আরো ৪ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি মাহাবুব আলম। নিহতের পরিচয়- শামীম মিয়া উপজেলার সনমান্দি ইউনিয়নের মুশুরাকান্দি গ্রামের অলিউল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় বলেন, সোমবার দুপুরে দিকে শামীম মিয়া ও চার বন্ধু মিলে বাড়ীর পাশে পানির সেচের স্কিমে গোসল করতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে শামীম মিয়া তার বন্ধু জয়নাল মীর, কামাল হোসেন, সুমন মিয়া ও নুরুল আলম আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শামীম মিয়াকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম