ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গণপরিবহন থেকে চাঁদাবাজির সময় ৯ জন চাঁদাবাজকে আটক করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ। এসময় আটককৃতদের নিকট থেকে চাঁদা আদায়ের নগদ ৩ হাজার ৮৭৮ টাকা উদ্ধার করা হয়। সোমবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম পাশে চট্টগ্রামগামী লেন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. দুলাল (৩২), সাদ্দাম হোসেন (২৫), মো. আলামিন (১৮), মো. জামির হোসেন (২২), মো. সাদ্দাম (২১), মো. হাসান (২৫), মোঃ হাসান (১৮), মোঃ জসিম (৩২), মোঃ সেলিম (২৭) ও মো. হাসান (১৮)।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই এ,কে,এম শরফুদ্দিন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন গণপরিবহন থেকে চাঁদাবাজির সময় ৯ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভবিষ্যতেও এসব অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/এএম