কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মাহবুবুর রহমান চৌধুরী নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। ৪৩টি কেন্দ্রে মাহবুবুর রহমান পেয়েছেন ২৮ হাজার ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাশেদুল হক রাশেদ নারকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৬৯৯ ভোট।
সোমবার ভোট গণনা শেষে রাত ৯টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
এছাড়া মেয়র পদে জগদীশ বড়ুয়া (হেলমেট) ৪ হাজার ১৬৮ ভোট, জোসনা হক (মোবাইল ফোন) ৬৯৮ ভোট ও মো. জাহেদুর রহমান (হাতপাখা) ১ হাজার ৪৪২ ভোট পেয়েছেন। জোসনা হক নারকেল প্রতীক মাসেদুল হক রাশেদের স্ত্রী।
কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটার ৯৫ হাজার ৩৮৬ জন। এর মধ্যে প্রায় ৬৩ শতাংশের কাছাকাছি ভোট প্রদান করেছেন। ৫৯ হাজার ২৯৬ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করলেও ২২৭ ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফলাফলকে জনতার বিজয় বলে মন্তব্য করেছেন মো. মাহাবুবুর রহমান চৌধুরী। তিনি বলেছেন, সাধারণ ভোটাররা আন্তরিকভাবে নৌকা প্রতীক ও আমাকে ভালোবেসে নির্বাচিত করেছেন। আমি জনতাসহ সকল স্তরের মানুষের প্রতি কৃতজ্ঞ।
এছাড়া ১২টি ওয়ার্ডে বেসরকারিভাবে নির্বাচিত পুরুষ কাউন্সিলররা হচ্ছেন-১ নম্বর ওয়ার্ডে এসআইএম আকতার কামাল, ২ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান মিজান, ৩ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম মুকুল, ৪ নম্বর ওয়ার্ডে এহেসান উল্লাহ, ৫ নম্বর ওয়ার্ডে শাহাবুদ্দিন সিকদার, ৬ নম্বর ওয়ার্ডে ওমর সিদ্দিক লালু, ৭ নম্বর ওয়ার্ডে ওসমান সরওয়ার টিপু, ৮ নম্বর ওয়ার্ডে রাজ বিহারি দাশ, ৯ নম্বর ওয়ার্ডে হেলাল উদ্দিন কবির, ১০ নম্বর ওয়ার্ডে সালাহউদ্দিন সেতু, ১১ নম্বর ওয়ার্ডে নুর মোহাম্মদ মাঝু এবং ১২ নম্বর ওয়ার্ডে এম এ মনজুর। এর মধ্যে ৩, ৪ ও ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিতরা নতুন। এছাড়া বাকিরা বর্তমান কাউন্সিলর।
নির্বাচিত সংরক্ষিত নারী কাউন্সিলররা হচ্ছেন-১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে শাহেনা আকতার পাখি। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ইয়াসমিন আকতার। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে জাহেদা আকতার এবং ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে নাসিমা আকতার বকুল। তারা চারজনই বর্তমান নারী কাউন্সিলর।
বিডি প্রতিদিন/এমআই