ফরিদপুর শহরের সাদিপুর এলাকার আলিম মৃধা নামে এক ব্যক্তির ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১০টায় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাদিপুর এলাকার জাহিদ মিয়া, সজিব মিয়া গংদের সাথে বিরোধ চলছিল আলিম মৃধার। এ নিয়ে গত ২ জুন রাতে সাদিপুর বাজারে গেলে আলিম মৃধার ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ৫ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর মামলা তুলে নিতে নানা ভয় ভীতি দেখানো হচ্ছে। ফলে আলিম মৃধার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন মনিরুজ্জামান মৃধা, হাতেম মৃধা, বাসার মৃধা, সুলতানা বেগম। মানববন্ধনে সাদিপুর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারী পুরুষ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল