ময়মনসিংহের ফুলপুরে ৬০ সহস্রাধিক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। আগামী ১৮ জুন ৬-১১ মাস বয়সী ৬ হাজার ১৫২ জন ও ১২-৫৯ মাস বয়সী ৫৪ হাজার ৫৫৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে আয়োজিত উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌর মেয়র মি. শশধর সেন, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই