ঢাকার ধামরাইয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআইয়ের উদ্যোগে ৪০টি কিশোর- কিশোরী ক্লাবে ক্রীড়া সামগ্রী, পুরস্কার বিতরণ, চপারমেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সুতিপাড়া এফটিসি ট্রেনিং সেন্টারে কৈশোর কর্মসূচি ও সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের অয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় এসডিআইয়ের নির্বাহী পরিচালক মোঃ সামচুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি, বিশেষ অতিথি ছিলেন ধামরাই থানার ওসি অপারেশন নির্মল কুমার দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা তাসমুন্নাহার। পরে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ে আলোচনা করা হয়।
এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক জানান, ধামরাইয়ে এসডিআইয়ের আওতায় উপজেলায় ৪০টি কিশোর- কিশোরী ক্লাব গঠন করা হয়েছে। সেখানে এ সংস্থার পক্ষ থেকে খেলাধুলার জন্য ক্রীড়া সামগ্রী দেয়া হয়। এতে কিশোরী ছেলেমেয়েরা বাজে আড্ডা, মোবাইলে আসক্তি, বিভিন্ন খারাপ বিপদগামী ও ভয়াহ মাদক থেকে বিরত থেকে সুন্দরভাবে জীবন গড়তে পারে।
বিডি প্রতিদিন/এএ