জেএফএ অনুর্ধ্ব ১২ জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপে রাজশাহী জেলার সাথে ১২-০ গোলের জয় পেয়েছে রংপুরের মেয়েরা। টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে বি গ্রুপে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছাল রংপুরের মেয়েরা। মঙ্গলবার বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
রংপুর এর পক্ষে ১৩ নাম্বার জার্সি আদরী ১৪, ১৮, ২০, ৪৫, ৪৬, ৫৯ ও ৬৫ মিনিটে ৭টি গোল করে, ৮ নাম্বার জার্সি রিসিতা রুবাইয়া ৬ ও ৭ মিনিটে ২টি গোল করেন ৬ নাম্বার জার্সি মুনতাহা ১৩ মিনিটে ১টি গোল ৯ নাম্বার জার্সি জান্নাতি ২৭ মিনিটে ১টি গোল করে এবং ১০ নাম্বার সায়রা ৫০ মিনিটে ১টি গোল করেন। এর আগে ফেনী জেলার সঙ্গে ৬-০ গোলের জয় পেয়েছে রংপুরের মেয়েরা এবং ৯ জুন কিশোরগঞ্জকে ৯-০ গোলে হারায় রংপুরের মেয়েরা।
সহকারী কোচ মিলন মিয়া বলেন, বুধবার বিকাল ৫টায় সেমিফাইনাল ম্যাচে রাঙ্গামাটির বিপক্ষে মাঠে নামবে রংপুরের ফুটবল কন্যারা।
বিডি প্রতিদিন/এএ