জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান আবু রাশেদ আলমগীরকে বরণ করতে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যায় ক্ষেতলাল উপজেলার বটতলী বাজার থেকে এ শোডাউন শুরু হয়। পরে মোটরসাইকেলগুলো বিভিন্ন সড়ক ঘুরে বেড়ায়। এরপর উপজেলার হিন্দা শিমুলতলীতে এক পথ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর।
বিডি প্রতিদিন/এএ