বরগুনা পৌরসভার সোনখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে হটিকালচার সেন্টারের উদ্যোগে দিনব্যাপী পুষ্টি উন্নয়নে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। হটিকালচার সেন্টারের তত্ত্বাধায়ক মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেল উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ড. আবু সৈয়দ মোঃ জোবায়দুল আলম।
প্রশিক্ষক ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক এ,এস,এম,বদরুল আলম, বরগুনা উপজেলা কৃষি কর্মকর্তা, প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্ময় হাসানুর রহমান, মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান।
পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ৩০ জন প্রান্তিক কৃষক-কৃষানী এই প্রশিক্ষণে অংশ নেন।
অধিক পুষ্টিমান সম্পন্ন ফল গাছের চারা রোপন, রক্ষণাবেক্ষণ, উৎপাদিত ফলের পুষ্টিমান ঠিক রেখে সংরক্ষণ বিষয় আলোচনা ও ব্যাবহারিক ধারণা দেয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রকৃতি ও জীবন ক্লাব ও হটিকালচার সেন্টারের পক্ষ থেকে কৃষকদের মধ্য ২ শতাধিক ফলজ, বনজ,ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম