ঝালকাঠি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে ভালো বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। তিনি এই ধারা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান। আজ দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের বর্ষীয়ান এই নেতা বলেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। গ্রামকে শহরে রূপান্তর করেছেন। এখন স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ হাতে নিয়েছেন। আশাকরি এ কাজেও তিনি সফল হবেন।
জেলা প্রশাসক ফরাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলামসহ চার উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলার বিভিন্ন দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন। তিনি সরকারের বাস্তবায়নাধীন সব প্রকল্পের গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন করতে হবে বলে জানান। কোনো ঠিকাদারের মুখের দিকে চেয়ে গুণগত মান খারাপ হলে সংশ্লিষ্ট বিভাগের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের মূল লক্ষ্য দেশের টেকসই উন্নয়ন করা, তাই সব কর্মকর্তাদের সঠিকভাবে কাজ বাস্তবায়ন করতে হবে।
সভায় আমির হোসেন আমু সব বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডের পর্যালোচনা ভিত্তিক চলমান অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনকে পরামর্শ প্রদান করেন।
বিডি প্রতিদিন/হিমেল