কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনদ্বীপে জোয়ারে ভেসে আসা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সমুদ্র সৈকত এলাকা থেকে এই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ এবং তার পরিচয় জানা যায়নি।শুক্রবার সকালে টেকনাফের সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নের দক্ষিণ পাড়া জোয়ারের সময় ভেসে আসলে লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা ধারণা করছেন, সকালে জোয়ারের সময় অর্ধগলিত একটি লাশ ভেসে আসে। তবে এখনো পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে সমুদ্রের কোনো দুর্ঘটনার কবলে পড়েছিলেন।
উল্লেখ্য, এ নিয়ে দুই দিনের ব্যবধানে টেকনাফ ও উখিয়ায় ভেসে এলো ৩টি অর্ধগলিত লাশ। গত বুধবার টেকনাফের সাবরাং মুণ্ডার ডেইল নৌকা ঘাট সংলগ্ন সমুদ্র সৈকতে এক নারীর লাশ ভেসে আসে। বৃহস্পতিবার উখিয়ার ইনানী সমুদ্র সৈকতের পাটোয়ারটেক পয়েন্ট থেকে মাথাবিহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, সেন্টমার্টিনদ্বীপে একটি অর্ধগলিত লাশ ভেসে আসার খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় জানা যায়নি। লাশটির ফিঙ্গার প্রিন্ট ও ডিএনএ টেস্ট সংরক্ষণ করা হয়েছে। লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএ