নিখোঁজ হওয়ার ৪ দিন পর গাজীপুরের কালিয়াকৈরে রিয়াদ হোসেন নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রতনপুর ধোপাচালা এলাকার বনের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ।
নিহত হলেন দিনাজপুরের ফুলপুর থানার বাসদেবপুর এলাকার মাহবুবুর রহমানের ছেলে রিয়াদ হোসেন (২১)। সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতো।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়াকৈরের রতনপুর ধোপাচালা এলাকার আব্দুস ছালামের বাড়ীর পাশে বনের ভেতর ফাকা জায়গায় শুক্রবার বিকেলে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এসময় তার পকেটে একটি পরিচয়পত্র পাওয়া যায়। ওই পরিচয়পত্র থেকে তার নাম ঠিকানা সংগ্রহ করে পরিবারের লোকজনের সাথে কথা পুলিশ জানতে পারে। গত ৪ দিন আগে সে নিখোঁজ হয়।
কালিয়াকৈর থানার (ওসি) আকবর আলী খান জানান, নিহতের পকেটে থাকা পরিচয়পত্র থেকে জানা গেছে সে ইউনিভার্সিটির ছাত্র এবং গত ৪ দিন আগে সে নিখোঁজ হয়। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ