মেহেরপুরের গাংনীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হকক (২৭) ও ছত্রদল কর্মী নাঈমকে (১৮) আটক করেছে পুলিশ। আজ বিকেলে গাংনী শহরের কাথুলীমোড় থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি কিছুদূর অগ্রসর হলেই পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় তাদের আটক করা হয় ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি বামুন্দী মাদ্রাসা প্রাঙ্গণ থেকে চার বিএনপি নেতা-কর্মীকে আটক করে পুলিশ। পরে অস্ত্র ও বিস্ফোরক আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। ঐ মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন নাজমুল ও নাঈম। আজ বিকালে হঠাৎ তাদের নেতৃত্বে ঝটিকা মিছিল বের করে। তারা বাজার গরম করে আতংক সৃষ্টি করে। এ কারণে তাদের আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ