নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ দশ দফা দাবিতে রংপুরে পদযাত্রা করেছে মহানগর বিএনপি। শুক্রবার বিকেলে নগরীর গ্রান্ড মোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে পদযাত্রা বের হয়ে নগরীর শাপলা চত্ত্বর, সালেক পাম্প হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে মহানগর বিএনপি, যুবদল, মহিলা দল, তাঁতী দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে পদযাত্রা উপলক্ষে সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। সংগঠনের সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর মহিলা দলের সভাপতি রেজেকা সুলতানা ফেন্সি, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়নসহ অন্যরা।
মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু বলেন, দেশে চাল-ডাল, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম অস্বাভাবিক বেড়েছে। সরকারের মদতে সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। সরকার এ থেকে মাসোহারা পাওয়ার কারণে সিন্ডিকেটের কারসাজি দেখেও না দেখার ভান করছে। ফলে দিন খেটে খাওয়া মানুষ তিন বেলা খেতে পারছে না।
বিডি প্রতিদিন/এএ