পঞ্চগড় থেকে যমুনা সেতু ও চাপাইনবাবগঞ্জ থেকে যমুনা সেতু পর্যন্ত রাজশাহী ও রংপুর বিভাগের জেলাসমূহের মহাসড়কে কৃষক সমিতির উদ্যোগে ‘কৃষকবন্ধন’ কর্মসূচি পালন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার বেলা ১১টায় শহরের সাতমাথায় এই কর্মসূচি সফল করতে মানববন্ধন করে কৃষক সমিতি বগুড়া জেলা কমিটি।
কর্মসূচিতে বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক নেতা লাকি আকতার, সিপিবি জেলা কমিটির সভাপতি কমরেড জিন্নাতুল ইসলাম, কৃষক সমিতি জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ, কৃষক নেতা সোহানুর রহমান সোহান, ছাত্রনেতা সাব্বির আহম্মেদ রাজ, যুবনেতা অখিল কুমার, শ্রমিক নেতা ফজলুর রহমানসহ প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, সারসহ সকল প্রকার কৃষি উৎপাদন উপকরণের দাম কমিয়ে ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা মণ দরে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতে হবে। বরেন্দ্র অঞ্চলসহ সারাদেশে কৃষি সেচে অনিয়ম হয়রানি-দুর্নীতি বন্ধ করে চাহিদা ও সময়মতো ন্যায্য দামে সেচের পানি বিতরণ নিশ্চিত করতে হবে। প্রকৃত কৃষককে কৃষি কার্ডসহ শস্য বীমা ও পল্লী রেশন চালুর ব্যবস্থা করার দাবিতে এই কৃষকবন্ধন কর্মসূচি পালিত হচ্ছে।
পঞ্চগড় ও চাপাইনবাবগঞ্জ জেলা থেকে একযোগে শুরু হয়ে যমুনা সেতুর সন্নিকটে সিরাজগঞ্জ জেলার কভার মোড় পর্যন্ত কৃষকরা তাদের দাবি আদায়ের জন্য অবস্থান করবেন।
কৃষকবন্ধন কর্মসূচি সফল করার লক্ষ্যে বগুড়া জেলার মোকামতলা, মাটিডালী, সাতমাথা, বনানী ও শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় কৃষকদের নিয়ে কৃষকবন্ধনে সমবেত হয়।
বিডি প্রতিদিন/এমআই