শেখ হাসিনা সরকারের কৃষি ক্ষেত্রে উন্নয়ন চিত্র তুলে ধরতে মাগুরায় লিফলেট বিতরণ করেছে মাগুরা জেলা কৃষক লীগ। শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের কাচাবাজার এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
এ উপলক্ষে কাচাবাজার সংলগ্ন বটতলায় জেলা কৃষক লীগের সভাপতি মইনুল ইসলাম পলাশের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আধ্যাপক নাজমুল ইসলাম পানু, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. আশরাফুল ইসলাম স্বপন, বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক মো. মিরুল ইসলাম, সহদপ্তর সম্পাদক শওকত হোসেন সানু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই