বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক পাপলু (২৪) নিহত হয়েছেন। নিহত পাপুল গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলার সুরুজ মিয়ার ছেলে। সে সিরাজগঞ্জের একটি বেসরকারি সংস্থায় (এনজিও) চাকরি করতেন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
জানা যায়, শনিবার সকাল ৬টার সময় বগুড়া থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল সিরাজগঞ্জ যাচ্ছিলেন পাপুল। পথে সাজাপুর পৌঁছলে ঢাকাগামী একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে ধাক্কা লেগে ছিটকে পড়ে যান। এসময় ওই ট্রাকের চাকার চাপা লেগে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টায় সে মারা যান।
বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় ধাওয়া করে শাজাহানপুরের বিব্লক এলাকা থেকে ওই ট্রাকসহ চালক বগুড়ার কাহালু উপজেলার বীর কেদার গ্রামের বুলু প্রামানিকের ছেলে মোঃ সুমনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ একই হাসপাতালের মর্গে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষ করে পরিবারের সদসদের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এএম