দিনাজপুরের বিরামপুরে স্ত্রী হত্যা মামলার প্রধান পলাতক আসামি ওয়াসিম আলী দুলালকে (৩৭) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নাটোর সদর উপজেলার একডালা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওয়াসিম দিনাজপুরের বিরামপুর উপজেলার ক্যাটারার হাট গ্রামের মৃত নাসিম উদ্দিন মন্ডলের ছেলে। শনিবার সকাল ৯টার দিকে নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
কোম্পানিক অধিনায়ক আরো জানান, ২০০৫ সালে গ্রেফতারকৃত ওয়াসিম আলী দুলার পারিবারিক কলহের জেরে তার প্রথম স্ত্রীকে হত্যা করে। ওই ঘটনায় বিরামপুর থানায় মামলা মামলা হলে আত্নগোপনে চলে যায় ওয়াসিম।
বিডি প্রতিদিন/এএম