২৭ জুন, ২০২৩ ১৯:৫৪

নাটোরের বড়াইগ্রামে জেলা পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে জেলা পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নাটোরের বড়াইগ্রামে জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার জোয়াড়ি কৈডমা বাজারে ঈদের বিশেষ উপহার সামগ্রী বিতরণ করেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস শোভন, জেলা পরিষদ সদস্য শাহ আলম মাস্টার, কৈডমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাসিন আলী প্রমুখ।

৩০০ দরিদ্র পরিবার মাঝে ৫ কেজি করে চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল ও ১টি করে সাবান উপহার দেওয়া হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর