নাটোরের বড়াইগ্রামে জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার জোয়াড়ি কৈডমা বাজারে ঈদের বিশেষ উপহার সামগ্রী বিতরণ করেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস শোভন, জেলা পরিষদ সদস্য শাহ আলম মাস্টার, কৈডমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাসিন আলী প্রমুখ।
৩০০ দরিদ্র পরিবার মাঝে ৫ কেজি করে চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল ও ১টি করে সাবান উপহার দেওয়া হয়।বিডিপ্রতিদিন/কবিরুল