শিরোনাম
১০ জুলাই, ২০২৩ ১৮:৫২

তিস্তায় নৌকাডুবি : ৩০ ঘণ্টা পর আরও একজনের মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি

তিস্তায় নৌকাডুবি : ৩০ ঘণ্টা পর আরও একজনের মরদেহ উদ্ধার

তিস্তায় নৌকাডুবি : ৩০ ঘণ্টা পর আরও একজনের মরদেহ উদ্ধার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কৃষি কাজের উদ্দেশে তিস্তা নদী পারাপারের সময় নৌকা ডুবে নিখোঁজ তিনজনের মধ্যে দুইজনের মরদেহ রবিবার উদ্ধার হয়। ঘটনার ৩০ ঘণ্টা পর অপর নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।  

এ ঘটনায় এক সদস্যবিশিষ্ট তদন্ত টিম গঠন করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশদেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ। 

সোমবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা ধুবনী এলকায় তিস্তা নদীতে আহিদুল ইসলামের (৫০) মরদেহ স্থানীয়রা উদ্ধার করেন। এর আগে রবিবার রাত ৮টায় উপজেলার ধুবনি এলাকার ভাটিতে ফজলুল হকের(৫০) মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। ওইদিন দুপুরে নিখোঁজ শফিকুলের মরদেহ উদ্ধার করা হয়।

গত রবিবার সকালে উপজেলার ধুবনি গ্রামের তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। 

নৌকা ডুবিতে নিহতরা হলেন হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত দমেজ উদ্দিনের ছেলে ফজলুল হক (৪৫), মৃত জুলাই শেখের ছেলে আহিদুল (৫০) ও দক্ষিণ গড্ডিমরাী এলাকার মৃত খাদু শেখের ছেলে শফিকুল (৪৫)।

স্থানীয়রা জানান, সকালের দিকে ধুবনী এলাকার ১৩ জন কৃষক নদী পার হয়ে চরে যাওয়ার সময় মাঝ নদীতে নৌকা উল্টে যায়। এসময় ১০ তীরে আসতে পারলেও ৩ জন নিখোঁজ হন। তিনজনেরই মরদেহ উদ্ধার হলো। 

এ ঘটনায় এক সদস্যবিশিষ্ট তদন্ত টিমের নেতৃত্ব দেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টিএ মমিন। তিনি বলেন, ঘটনাস্থলে এসে তদন্ত করেছি। ডুবে যাওয়া নৌকার যাত্রীদের সাথে কথা হয়েছে। কী কারণে নৌকাটি ডুবে গেছে তা পরে জানানো হবে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন, উপজেলা ভূমি সহকারী লোকমান হোসেন।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন, নৌকা ডুবির ঘটনায় একে একে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ বলেন, তিস্তায় নৌকা ডুবির ঘটনায় এক সদস্য বিশিষ্ট  তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কী কারণে দুর্ঘটনা হয়েছে তা তিন কার্যদিবসের মধ্যে প্রকাশ করা হবে। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর