কক্সবাজারের চকরিয়ায় ডাকাডাকিতে ঘুমের ব্যাঘাত ঘটায় ইসমত আরা বেগম (৩৮) নামে এক নারীকে বেধড়ক পিটুনির ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
বিষয়টি প্রশাসনের নজরে আসার পর শনিবার সকালে থানায় মামলা হয়েছে। গুরুতর আহত ইসমত আরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইসমত আরা উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের রুস্তম আলী চৌধুরী পাড়ার মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী।
এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইসমত আরা কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইসলামনগর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যায়। ওই বাড়ির লোকজন তখন ঘুমিয়ে ছিল। তার ডাকাডাকিতে পাশের বাড়ির আবুল হোসেন নামে এক ব্যক্তির ঘুম ভেঙে যায়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই বাড়ির লোকজন ইসমত আরাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে টেনেহিঁচড়ে বিবস্ত্র করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ফেলে দেয়। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে এক ব্যক্তির মোবাইল থেকে পিটুনির একটি ভিডিও ভাইরাল হলে নির্যাতনের বিষয়টি প্রশাসনের নজরে আসে।চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার বলেন, ভিডিও ভাইরালের পর বিষয়টি নজরে আসে। পরে এ ঘটনায় নির্যাতনের শিকার নারীর বড় বোন জিন্নাত আরা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই