আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন দ্রুত এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু ট্যানেল, রাস্তা-ঘাট, ব্রিজ, স্কুল-কলেজ, মডেল মসজিদ, রাস্তাঘাটসহ বড় বড় মেগা প্রজেক্ট শেখ হাসিনার সরকারের আমলে সম্পন্ন হয়েছে। এখন মানুষ তার সুফল ভোগ করছে।
শনিবার সন্ধ্যায় স্থানীয় পাইলট হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি বলেন, আধুনিক বাংলাদেশের নির্মাতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি আরও বলেন, গাবতলীতে ৭টি ইউনিয়নে মানুষ আওয়ামী লীগের প্রার্থীকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। গাবতলীর প্রেক্ষাপট এখন বদলে গেছে। এখানে বিএনপির ঘাঁটি নয়, আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত হয়েছে।বাংলার জনগণ আবারও নৌকায় ভোট দেবে। এ জন্য দলীয় নেতাকর্মীদের ভোট চাইতে জনগণের ঘরে ঘরে যাওয়ার আহবান জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ আই ফয়সাল খান জনি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা’র পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ,মজিবুর রহমান। প্রধান ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া সদর আসনের এম পি রাগেবুল আহসান রিপু। বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ আলম ঝুনু, বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডঃ শফিকুল ইসলাম নাফরু ও শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
বিডি প্রতিদিন/এএম