৩১ জুলাই, ২০২৩ ১৯:৪২

বগুড়ায় বিএনপির জনসমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় বিএনপির জনসমাবেশ
বগুড়ায় জনসমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিবেলে শহরের নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ের সামনে এ জনসমাবেশ করা হয়।
 
এতে সভাপতির বক্তব্য প্রদান করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে।
 
বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালামের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, বিএনপি নেতা জাহিদুল ইসলাম হেলাল, এম আর ইসলাম স্বাধীন, এ্যাডঃ হামিদুল হক চৌধুরী হিরু, শেখ তাহা উদ্দিন নাইন, মাফতুন আহম্মেদ খান রুবেল, রাকিবুল ইসলাম শুভ, আবু হাসান। জনসমাবেশে জেলা যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দল, তাঁতী দল, শ্রমিক দলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
বিডি প্রতিদিন/এএম
 
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর