দক্ষিণ বঙ্গের অন্যতম বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ঐতিহাসিক জীবনপটের টেরাকোটার উদ্বোধন করা হয়েছে।
আজ সকাল ১১টার দিকে কলেজটির শহর ক্যাম্পাসে এ ম্যুরালের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান।
সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এস এম আবদুল হালিম, পৌর মেয়র অমিতাভ বোস, রাজেন্দ্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, সাবেক সম্পাদক মো. আশরাফুল আজম।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ম্যুরাল নির্মাণ কমিটির আহ্বায়ক প্রফেসর ড. রসময় কীর্ত্তনীয়া।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক খান মো. শাহ সুলতান রাহাত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহরুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন