মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থাপনার বাইরে ঢাকাস্থ অন্য বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগ পরীক্ষা আয়োজন এবং উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেনের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন করেছে মাভাবিপ্রবি শিক্ষক সমিতি।
রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়' ৭১ এর সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম সাইফুল্লাহ বলেন, শিক্ষক নিয়োগ পরীক্ষা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাকর এবং অবমাননাকর। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বেচ্ছাচারীভাবে নিজের মনমতো যে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন; ডিন, চেয়ারম্যান কারো কোনো কথার তোয়াক্কা করছেন না। আমার ধারণা উপাচার্য তার নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য ঢাকাস্থ অন্য বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বোর্ড ডেকেছেন। বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত সুযোগ সুবিধাকে অগ্রাহ্য করেছেন এবং গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আমরা তার কোনো কর্মকান্ড দেখিনি।
এছাড়া এর আগে দুই বিভাগে চারজন শিক্ষক নিয়োগ দিয়ে উপাচার্য তার নিজ এজেন্ডা বাস্তবায়ন করেছেন বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ