২১ আগস্ট, ২০২৩ ১৪:২৮

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি:

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পানিতে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- হাশমত আলীর ছেলে সৌরভ (৬) ও এরশাদ আলীর ছেলে রিফাত (৫)। এরা দুজন সম্পর্কে চাচাতো ভাই। 

স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছালাম জানান, সকালে বাড়ির জলাশয়ের পাশে খেলাধূলা করছিল রিফাত ও সৌরভ। এক পর্যায়ে দুজনেই পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করেও তাদের পায় না। দুপুরের দিকে তাদের দেহ ভেসে ওঠলে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকা শোকের ছায়া বিরাজ করছে।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর