যশোরের মনিরামপুরে আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুবাস দাস (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চারজন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মনিরামপুর-ঢাকুরিয়া সড়কের জয়পুর কাচারিবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার রাতে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে মনিরামপুরের দিক থেকে দ্রুত গতিতে একটি মোটরসাইকেল মনিরামপুর বাজারের দিক হতে ঢাকুরিয়া বাজারের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলে চালকসহ তিনজন ছিলেন। এসময় ঢাকুরিয়া বাজারের দিক থেকে একজনকে নিয়ে আলমসাধু চালিয়ে মনিরামপুরের দিকে যাচ্ছিলেন সুবাস দাস। তারা জয়পুর কাচারিবাড়ি নামক স্থানে পৌঁছুলে দুর্ঘটনা ঘটে।
মনিরামপুর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ওয়ার্ড বয় আক্তার হোসেন বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে এনেছেন। আমরা সুবাস দাসকে মৃত অবস্থায় পেয়েছি।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন