বাগেরহাটের রামপাল থানা পু্লশি অভিযান চালিয়ে আ. কাদের জিলানী (২১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। এ ঘটনায় কাদের জিলানীসহ দুই কারবারির বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটক কাদের জিলানী উপজেলার পেড়িখালী গ্রামের আব্লু কালাম শেখের ছেলে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিকিরডাঙ্গা গ্রামের সবুর শেখের পোল্ট্রি ফার্মের সামনের এসআই শেখ আসগর আলী অভিযান চালান। এ সময় আ. আ. কাদের জিলানীকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন। ওই সময় কাদেরের সহযোগী অপর আসামি রাজু ইজারদার (৪৪) পালিয়ে যায়। পলাতক রাজু একই গ্রামের কালাম ইজারদারের ছেলে। শুক্রবার সকালে আটক কাদেরকে বাগেরহাট আদালতে পাটালে বিচারক তাকে করাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/এএ