'জিয়া-এরশাদ এবং স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশ থেকে স্বাধীনতার ইতিহাস এবং মূল্যবোধ মুছে ফেলার চেষ্টা করেছে' বলে মন্তব্য করেছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ।
আজ শুক্রবার বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গায় আয়োজিত এক শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।
উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন উপজেলা পরিবহন বাসস্ট্যান্ডে এ শান্তি সমাবেশের আয়োজন করে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ বলেন, 'বঙ্গবন্ধুকে হত্যার পরে এদেশ থেকে বঙ্গবন্ধুর আদর্শ, স্বাধীনতার আদর্শ যা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেগুলো মুছে ফেলার জন্য দীর্ঘ ২১ বছর স্বাধীনতা বিরোধীচক্র জিয়া-এরশাদ বাংলাদেশ থেকে স্বাধীনতার ইতিহাস এবং মূল্যবোধ মুছে ফেলার চেষ্টা করেছে।'
তিনি আরো বলেন, 'জননেত্রী শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে বাংলাদেশে অভূতপূর্ণ উন্নয়ন করেছেন। আপনারা একটু চিন্তা করে দেখেন বিগত ১৪ বছর আগে বাংলাদেশের অবস্থা কি ছিল আর বর্তমানের কি অবস্থায় আছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।'
আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে উল্লেখ করে তিনি বলেন, 'জননেত্রী শেখ হাসিনা আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার চেষ্টা করছেন। আর স্বাধীনতা বিরোধীচক্র ওই বিএনপি-জামায়াত এই নির্বাচনকে বানচাল করার জন্য, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য, পরিস্থিতি ঘোলাটে করার জন্য, জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা নানারকম সন্ত্রাসী কার্যক্রম এবং অপপ্রচার শুরু করছে। আপনারা এই বিষয়গুলি থেকে সজাগ থাকবেন।'
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন তারা, উপজেলা কৃষক লীগের আহবায়ক শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম।
বিডি প্রতিদিন/নাজমুল