জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে মাগুরার মহম্মদপুর উপজেলার বেথুলিয়া ও জোকা গ্রামে ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুক্রবার শেষ হয়েছে।
জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুজ্জামানের ব্যক্তিগত আয়োজনে ২ দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। যেখানে ঢাকা থেকে আগত গাইনি, মেডিসিন, শিশু, ডায়াবেটিক বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখেন ও পরামর্শসহ ব্যবস্থাপত্র দেন। পাশাপাশি তাদেরকে বিনামূল্যে ওষুধ দেয়া হয়।
এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় পলাশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মাগুরার সংরক্ষিত আসনের সাবেক নারী সংসদ সদস্য কামরুল লায়লা জলি, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুজ্জামান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ