২৮ আগস্ট, ২০২৩ ১৭:০২

দিনাজপুরে পৃথক অভিযানে ৫ মাদক কারবারি আটক

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে পৃথক অভিযানে 
৫ মাদক কারবারি আটক

দিনাজপুরে পৃথক মাদক বিরোধী অভিযানে দিনাজপুর শহরে ৩ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩জন এবং বোচাগঞ্জে ৬০ পিস ট্যাপেন্টডাল ট্যাবলেটসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের সোমবার দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়। 

দিনাজপুরে ৩ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে দিনাজপুর শহরের শাখাহারী পট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন নুর ইসলাম, শাহীনুর ইসলাম, সুমন। আটক ৩ জন মাদক ব্যাবসায়ী। তারা পাইকারি ও খুচরা মাদক বিক্রয়ের লক্ষ্যে একত্রিত হয়েছিল এমন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। 
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুলাহ আল মাসুম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার ওসি এ এফ এম মনিরুজ্জামান মন্ডল।

অপরদিকে, বোচাগঞ্জ থানা সুত্রে জানা যায়, পুলিশের দায়ের করা এজাহারে জানা গেছে, রবিবার সন্ধ্যার দিকে সেতাবগঞ্জ পৌরসভাধীন ১ নং ওয়ার্ডের ভড়রা নামক এলাকা হতে মোঃ লিটন ও প্রদীপ দাসকে ৬০পিস ট্যাপেন্টডাল ট্যাবলেটসহ আটক করে পুলিশ। আটককৃত লিটন ভড়রা গ্রামের মৃত নুরল হক এর পুত্র ও প্রদীপ কৃষ্ণপুর গ্রামের সুধীর দাস এর পুত্র। এস,আই মোঃ শাহ আলমের নেতৃত্বে উক্ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর