জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের করিমগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে নানশ্রী মুদির বাজারে অনুষ্ঠানের আয়োজন করে করিমগঞ্জের জয়কা ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক এডিসি মেজর (অব.) মো. নাসিমুল হক।
জয়কা ইউনিয়ন মৎস্যজীবী লীগ ও নানশ্রী মুদির বাজার বণিক সমিতির সভাপতি মো. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল ও করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবুল বাশার।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর সিরাজী, করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, করিমগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল জব্বার গোলাপ, আওয়ামী লীগ নেতা আবুল হায়াত রনি, আব্দুল হেলিম প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/এএ