কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫। গ্রেফতারকৃত আসামি হলেন টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া, বটতলী এলাকার নুরুল আলম ওরফে বদ এর ছেলে আব্বাস মিয়া (৩৪)।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার রাতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্বাস মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর মামলা রুজু হওয়ার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল। উক্ত আসামির বিরুদ্ধে ফেনী জেলার সদর থানায় মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএ