বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামের সরকারি সড়কের মাঝে গোয়ালঘর নির্মাণ করায় যাতায়াতসহ সড়কটির পাকাকরণ কাজ বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের ১০/১২টি গ্রামের হাজারো পরিবারকে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই সরকারি সড়কের মাঝ থেকে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে সোমবার বিকেলে শতাধিক গ্রামবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
জানা গেছে, নকশা অনুযায়ী হটিয়ারপাড়া গ্রামের মাঝ দিয়ে চাপড়া গ্রাম পর্যন্ত একটি কাঁচা সড়ক রয়েছে। সম্প্রতি ধুনট এলজিইডির বাস্তবায়নে সড়কটির পাকাকরণের কাজ শুরু হয়েছে। কিন্তু গত কয়েক মাস আগে হটিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের বাসিন্দা মৃত ময়েজ উদ্দিনের ছেলে ইমদাদ আলী সরকারি ওই সড়কের মাঝে বেড়া দিয়ে একটি গোয়ালঘর নির্মাণ করেন।
এ কারণে জোড়শিমুল, হটিয়ারপাড়া, চাপড়া, ঝিনাই, চিকাশী ও পারলক্ষিপুরসহ ১০/১২টি গ্রামের হাজারো পরিবারের যাতায়াত বন্ধ হয়ে গেছে। তাই সরকারি ওই রাস্তার উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে সোমবার বিকেলে শতাধিক গ্রামবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
এ বিষয়ে হটিয়ারপাড়া গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন জানান, যুগ যুগ ধরে এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে আসছে। সম্প্রতি ওই রাস্তাটি পাকাকরণের কাজ শুরু হয়েছে। কিন্তু তিন মাস আগে হটিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের বাসিন্দা মৃত ময়েজ উদ্দিনের ছেলে ইমদাদ আলী সরকারি ওই রাস্তার মাঝখানে গোয়ালঘর নির্মাণ করেন। এ কারণে রাস্তাটির নির্মাণ কাজ ও যাতায়াত বন্ধ হয়ে গেছে।
তিনি আরও জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং জনপ্রতিনিধিসহ রাজনৈতিক ব্যক্তিবর্গকেও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এখনো এ বিষয়ে কোনো সমাধান না হওয়ায় স্থানীয় এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জানে আলম বলেন, সরকারি রাস্তার মাঝে কেউ ঘর নির্মাণ বা যাতায়াত বন্ধ করলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই