৩০ আগস্ট, ২০২৩ ১৪:১৪

কুতুবদিয়ায় ১৬ শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছে নতুন ভবন

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কুতুবদিয়ায় ১৬ শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছে নতুন ভবন

টিনের ছাউনি ও বেড়ার ঘরে বসে শিক্ষার্থীদের পাঠদানের দৃশ্য এখন অতীত। কুতুবদিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও এখন আর দেখা মেলে না এমন শিক্ষা প্রতিষ্ঠানের। অধিকাংশ প্রতিষ্ঠানে এখন তৈরি হচ্ছে দৃষ্টি নন্দন একাডেমিক ভবন। 

কুতুবদিয়ার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৬টি নতুন ভবন নির্মাণ করেছে সরকার। এর মধ্যে নির্মাণ শেষ পর্যায়ে রয়েছে আরও ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের কাজ। আর ২টি প্রতিষ্ঠান ছাড়া অবশিষ্ট প্রতিষ্ঠানগুলো কাজ শুরুর অপেক্ষায় রয়েছে। এ উন্নয়নের ধারাবাহিকতায় বুধবার সকালে কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের আল-ফারুক আদর্শ দাখিল মাদ্রাসার চারতলা ভীত বিশিষ্ট দ্বিতীয় ও তৃতীয় তলার ভবনের উদ্বোধন করেন স্থানীয় এমপি আশেক উল্লাহ রফিক। 

পরে পৃথক স্থানে লেমশীখালী ও আলী আকবর ডেইল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর