চাঁপাইনবাবগঞ্জে ঝরে পড়া শিশু শিক্ষার্থীদের নিয়ে কালেক্টোরিয়েট শিশু পার্ক ঘুরলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। আজ শুক্রবার সকালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের র্যালি শেষে উপ-আনুষ্ঠানিক শিক্ষার ঝড়ে পড়া শিশু শিক্ষার্থীদের নিয়ে তিনি শিশু পার্কে যান এবং তাদের সাথে বিভিন্ন রাইড ঘুরে দেখেন।
এসময় সুবিধাবঞ্চিত শিশুরা বেশ উচ্ছসিত হয়ে উঠে এবং জেলা প্রশাসক শিশুদের বিভিন্ন দিক নির্দেশনামূলক উপদেশ প্রদান করেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয় এবং র্যালিটি কালেক্টোরিয়েট শিশু পার্কে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। চেতনা মানবিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি মো. মঞ্জুরুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল