দু’দিন আগে বিদ্যুত কুমার ভৌমিককের (৪৬) স্ত্রী ইতি ভৌমিক জন্ম দিয়েছেন একটি ছেলে সন্তান। এ খবরে বাড়ি জুড়ে চলছিল আনন্দ। এখনো হাসপাতাল থেকে শিশু পুত্রকে নিয়ে বাড়ী ফেরা হয়নি স্ত্রীর। কিছু বোঝার আগেই নবজাতক শিশুকে বঞ্চিত হতে হলো বাবার আদর থেকে। সে বুঝতেই পারবে না তার বাবা এখন না ফেরার দেশে।
ডায়াবেটিস রোগের কারণে ভোরে হাঁটতে গিয়ে মাইক্রোবাসের চাপায় জীবন দিতে হলো ব্যবসায়ী বিদ্যুত কুমার ভৌমিককে। আজ সোমবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট শিব মন্দিরের কাছে এ ঘটনা ঘটে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বিদ্যুত কুমার ভৌমিক মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামের বীরেন ভৌমিকের ছেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/এএ