মেহেরপুর পৌরসভার উদ্যোগে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ৫০০ পিস কিট, ডাস্টবিন ও ডেঙ্গু রোগীদের জন্য ফল প্রদান করা হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. হাসিবুস সাত্তারের হাতে এসব সামগ্রী তুলে দেন।
এসময় মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম পেরেশান উপস্থিত ছিলেন। পরে পৌর মেয়র হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন। এসময় তিনি রোগীদের খোঁজ-খবর নেন ও তাদের ফল উপহার দেন।বিডি প্রতিদিন/এমআই