মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় প্রাঙ্গণে পানির আর্সেনিক মুক্তকরণ প্লান্টের উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার সকাল ১১ টার দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ প্লান্টের উদ্বোধন করেন।
মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসক শফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম প্রমুখ।এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, আর্সেনিক যুক্ত পানি পান করার ফলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে সচেতন হয়ে আর্সেনিকমুক্ত পানি সকলকে পান করতে হবে।
মেহেরপুর ইম্প্যাক্ট ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এ প্লান্ট স্থাপন করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন