শিরোনাম
২৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:৪৫

পানিবন্দি মানুষের জন্য পুলিশের মানবিক সেবা

দিনাজপুর প্রতিনিধি

পানিবন্দি মানুষের জন্য পুলিশের মানবিক সেবা

পানিবন্দি মানুষের জন্য পুলিশের মানবিক সেবা

রাতে ৯৯৯-এ কল পেয়ে পানির মধ্যেই অসহায় মানুষের কাছে ছুটে গিয়ে খাদ্য সহায়তার মাধ্যমে মানবিকতার পরিচয় দিল পুলিশ।

কয়েকদিনের টানা বর্ষণ ও নদীর পানি দিনাজপুরের বিরলের বিভিন্ন বাড়িতে পানি উঠে যায়। এতে বেশ কিছু এলাকায় পানিবন্দি মানুষরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে খাদ্য সহায়তা চেয়ে ৯৯৯ এ কল করেন তারা। কল পাওয়ার পর সোমবার রাতেই বিরল থানার এএসআই  নূর ইসলাম খাদ্য নিয়ে পানিবন্দি মানুষের বাড়িতে ছুটে যান।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের কাঞ্চন নতুন পাড়া গ্রামের এক নারী পানিবন্দি অবস্থায় না খেয়ে আছেন বলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে জানান। ঢাকা থেকে বিষয়টি বিরল থানায় জানানো হয়। পরে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মাওলা শাহের নির্দেশনায় রাত সাড়ে ৮দিকে এএসআই  (নিরস্ত্র) নূর ইসলাম নিজ অর্থায়নে শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণ নিয়ে পানিবন্দি ওই নারীর বাড়িতে হাজির হন। ত্রাণ পেয়ে খুশি হন ভুক্তভোগীরা। 

পুলিশের এমন মানবিক সেবার প্রশংসা করছেন দিনাজপুরের সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও খাদ্য সহায়তা নিয়ে পুলিশ পানির মধ্যে ছুটছেন এমন ছবি ব্যাপক প্রচার পেয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে।

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর