নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন নাটোর জজ কোর্টের পিপি এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ সম্পর্কিত একটি পত্র পেয়েছে জেলা জেলা আওয়ামী লীগ।
স্বাক্ষরিত ওই পত্রে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক বীর মুক্তিযোদ্ধা এড. সিরাজুল ইসলামকে বাংলাদেশ আওয়ামীলীগ এর নাটোর জেলা শাখার সভাপতি পদে মনোনয়ন প্রদান করা হয়েছে। আমরা বিশ্বাস করি তিনি নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সাথে দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। পাশাপাশি আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নাটোর জেলা আওয়ামী লীগ আরও সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী শাখায় পরিণত হবে। আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।গত ৩০ আগস্ট নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম-গুরুদাসপুর) সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুর পর জেলা আওয়ামী লীগের সভাপতির পদটি শূন্য হয়। অ্যাডভোকেট সিরাজুল ইসলাম নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি)। তিনি জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির ১নং সহ-সভাপতি ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ