২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:২১

নিখোঁজের ৫ মাস পরে যুবকের লাশ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি:

নিখোঁজের ৫ মাস পরে যুবকের লাশ উদ্ধার

শরীয়তপুরে গত রমজানের ঈদে বন্ধুদের সাথে নতুন জামা কিনতে গিয়ে নিখোঁজ হয়েছিলে রাকিবুল হাসান বাবু (২২) নামে এক যুবক। এরপর দীর্ঘ পাঁচ মাস পরে মঙ্গলবার রাত ১০টার দিকে শরীয়তপুর সদর উপজেলার উত্তর বিলাশ খানের একটি পুকুর পাড় থেকে একটি মরদেহের হাড় উদ্ধার করে পুলিশ। তবে ওই মরদেহটি নিখোঁজ যুবক রাকিবুল হাসান বাবুর বলে দাবি করেছেন তার পরিবার।

নিখোঁজ রাকিবুল ইসলাম বাবু শরীয়তপুরের পালং ইউনিয়নের নরবালাখানা এলাকার নুর ইসলাম মোল্লার ছেলে। সে শরীয়তপুর শহরের একটি মাংসের দোকানে কশাই হিসেবে কাজ করত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের জামা কেনার উদ্দেশ্যে রাকিব তার বন্ধু জুবায়ের, রায়হান, মুন্না ও ইমনের ডাকে গত ২৫ রমজানের (১৭ এপ্রিল) ইফতার শেষে বাড়ি থেকে বের হয়। এরপর অনেক রাত হয়ে গেলেও রাকিব বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পালং মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। গতকাল মঙ্গলবার বিকেলে উত্তর বিলাশ খান গ্রামের চৌকিদার বাড়ির পূর্ব পাশের পুকুর পাড়ে কয়েকজন শিশু খেলতে গিয়ে হাড়গোড় দেখতে পায়। এরপর শিশুরা ভয়ে চিৎকার করলে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে মরদেহের হাড়গোর উদ্ধার করে। তবে হাড়গোর উদ্ধার হলেও মরদেহটির মাথা এখনো খুঁজে পায়নি পুলিশ। উদ্ধারের সময় হাড়গোরের পাশে একটি জার্সি ও মোবাইল দেখে লাশটি নিখোঁজ রাকিবের বলে দাবি করেছে তার পরিবার। 

রাকিবের বোন নোহা বলেন, আমার ভাই কী দোষ করেছিল যে তাকে মেরে ফেলতে হবে। যারা আমার ভাইকে মেরেছে, তাদের বিচার চাই।

নিহত রাকিবের বাবা নুর ইসলাম মোল্লা বলেন, আমার ছেলেকে মার্কেট করার কথা বলে ডেকে নিয়ে জুবায়ের, রায়হান, মুন্না ও ইমন মেরে ফেলেছে। দীর্ঘদিন আমি পথে প্রান্তরে আমার ছেলেকে অনেক খুঁজেছি। যারা আমার ছেলেকে মেরেছে তাদের আমি ফাঁসি চাই।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে একটি মরদেহের হাড়গোড় উদ্ধার করা হয়েছে। হাড়গোড়ের পাশে পাওয়া একটি জার্সি দেখে নুরুল ইসলাম নামে একজন দাবি করেছেন মরদেহটি তার ছেলে রাকিবের। মরদেহটির ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্টের পর পরিচয় জানা যাবে। তদন্ত চলছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর