৩০ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:০৯

কলাগাছের সুতা দিয়ে শাড়ি তৈরি প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি

কলাগাছের সুতা দিয়ে শাড়ি তৈরি প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

কলাগাছের সুতা দিয়ে শাড়ি তৈরি প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ।

কলাগাছের সুতা দিয়ে ঐতিহ্যবাহী শাড়ি তৈরি বিষয়ক ২০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
 
শনিবার দুপুরে শ্রীমঙ্গলের ডলুছড়া এলাকায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের আয়োজনে ২০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী দিনে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান।
 
উদ্যোক্তা ও তাঁত প্রতিনিধি মো. রবিউল ইসলাম রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো. আব্বাস আলী, প্রশিক্ষক সালেহা বেগম ও কলাগাছের সুতা দিয়ে ঐতিহ্যবাহী পোশাক তৈরি উদ্ভাবক রাধাবতী দেবী। প্রধান অতিথি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।
 
বিডি প্রতিদিন/এমআই
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর