গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় আমিনুল ইসলাম (৩০) নামে এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আমিনুল ইসলাম ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার জোড়বাড়িয়া গ্রামের মৃত সাহা আলীর ছেলে। তিনি সিটি করপোরেশনের কোনাবাড়ির আমবাগ আতাউর মার্কেট এলাকায় দুলালের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে অটোরিকশা চালাতেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে সিটি করপোরেশনের কোনাবাড়ি থানার আমবাগ আতাউর মার্কেট সংলগ্ন বারেক রোড মোড়ে রাস্তার ওপর অটোরিকশার চালক আমিনুলকে গলাকেটে হত্যার পর পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে শনিবার দিবাগত রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ