গাজীপুরে ট্রেনে কাটা পড়ে শাহিনুর আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত শাহিনুর আক্তার পাবনা জেলার চাটমোহর থানার মস্তালিপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের স্ত্রী।
রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী চাপাই কমিউটার ট্রেনটি রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে গাজীপুর শহরের জয়দেবপুর রেলওয়ে জংশন ছেড়ে যাওয়ার সময় ওই নারী ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যান। এতে গুরুতর জখমপ্রাপ্ত ওই নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করেন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের এস আই শহিদুল ইসলাম জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম