ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের হত্যা মামলার আসামি মো. আব্দুল মজিদ (৭০) মারা গেছেন। রবিবার সকালে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান। পরিবারের সদস্যদের কাছে তার লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়ার হরণ আলীর ছেলে।
জেলা কারাগারের চিকিৎসক মো. শাখাওয়াত তানভীর জানান, আব্দুল মজিদ মূলত হৃদরোগে আক্রান্ত ছিলেন। সকালে অসুস্থবোধ করলে ওনাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে অবস্থার অবনতি দেখে কুমিল্লায় পাঠানো হয়। কুমিল্লা যাওয়ার পথে তার অবস্থা আরো বেশি খারাপ হলে তাকে আবার জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের তত্বাবধায়ক মো. শহীদুল ইসলাম জানান, চলতি বছরের ২৩ জুন দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে ওই ব্যক্তি জেল হাজতে আছেন। রবিবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যদেরকে বিষয়টি জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম