বরিশালের গৌরনদীতে অধিপত্য বিস্তারের জের ধরে পৌর যুবলীগের তিন নেতাকে কুপিয়ে আহত করার ঘটনায় পৌর যুব ও ছাত্রলীগের ১০ নেতাকর্মীসহ ২০ জনকে আসামি করে আদালতে মামলা হয়েছে।
হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন গৌরনদী পৌর যুবলীগের সদস্য রায়হান ফকিরের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে গতকাল রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এই মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে নথিভুক্ত করতে গৌরনদী থানার ওসিকে নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন গৌরনদী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আল-আমিন হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাবেক সদস্য ও চাঁদশী ইউপির সদস্য মিলন হাওলাদার, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ হাওলাদার, উপজেলা যুবলীগের সদস্য সাইমুন তালুকদার, পৌর ছাত্রলীগ কর্মী সজীব তালুকদার, পলাশ হাওলাদার, রনি শেখ, প্রিন্স শেখ, তায়েব হাওলাদার, হেলাল তালুকদার এবং অজ্ঞাতনামা আরও ১০ জন।প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর বিকেলে টরকী বাস স্টেশনে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আল-আমিন হাওলাদারের নেতৃত্বে যুব ও ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল থামিয়ে রায়হান ফকিরকে কুপিয়ে আহত করে।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, বরিশাল আদালতে মামলা দায়েরের খবর শুনেছি। আদালত থেকে মামলার কপি থানায় পৌঁছেনি। আদালতের আদেশ পেলে মামলা তদন্ত করে প্রতিবেদন দেয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত